পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সিমেস্টারে ইতিহাস বিষয়ের সিলেবাসে ব্যাপক পরিবর্তন এসেছে। ছাত্রদের নতুন সিলেবাসে মাত্র পাঁচজন পর্যটকের ইতিহাস পড়তে হবে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ছাত্রদের অতিরিক্ত চাপ কমাতে 2024-2025 শিক্ষাবর্ষ থেকে নতুন সিমেস্টার পদ্ধতি চালু করেছে। এবার থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলে মোট চারটি সিমেস্টারের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হবে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন যে, “বিষয় ভিত্তিক বেশ কিছু সিলেবাস অনেকটা বড় হয়ে গিয়েছিল। যা স্বল্প সময়ের মধ্যে পড়ুয়াদের উপর অনেকটাই চাপ সৃষ্টি করত। সব দিক বিচার বিবেচনা করে তাই সিলেবাস পরিবর্তন করা হয়েছে। যাতে ছাত্রছাত্রীদের কোনও অসুবিধা না হয়।”
একাদশ শ্রেণীতে দুটি সিমেস্টারে মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। নতুন সিমেস্টার পদ্ধতির প্রথম পরীক্ষা শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। এরই মাঝে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সিলেবাস পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন শিক্ষক মহল।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSC) বিজ্ঞপ্তি জারি করে চারটি বিষয়ের সিলেবাস ছোটখাটো পরিবর্তন করেছে; যেমন— ইতিহাস, রাশিবিজ্ঞান, ভূগোল ও দর্শন।
দ্বাদশ শ্রেণির ইতিহাস বিষয়ের ক্ষেত্রে তৃতীয় সিমেস্টারে সিলেবাস অনেকটাই পরিবর্তন করা হয়েছে। দশম এবং সপ্তদশ শতাব্দী পর্যন্ত পাঁচ জন পরিব্রাজকের ইতিহাস পড়লেই হবে। এই পাঁচজন পর্যটক হল—আল মাসুদি, মার্কো পোলো, বার্ণিয়ের, তেভার্নিয়ের এবং আব্দুল রাজ্জাক। একাদশ শ্রেণির প্রথম সিমেস্টারে রাশি বিজ্ঞানের ক্ষেত্রে ‘DGCSIR’-এর বদলে ‘DGCIS’ পড়ানো হবে।
একাদশ শ্রেণীর দ্বিতীয় সিমেস্টারে ভূগোলের ‘Natural Disaster Management Policy’র বদলে পরিবর্তিত সিলেবাসে রাখা হচ্ছে ‘Salient Features of National Disaster Management Plan 2019’। দর্শন বিষয়ের ক্ষেত্রে একাদশ শ্রেণীর দ্বিতীয় সিমেস্টার, দ্বাদশ শ্রেণীর তৃতীয় ও চতুর্থ সিমেস্টারে নম্বর বিভাজন পরিবর্তন করা হয়েছে, সিলেবাস একই রয়েছে।
এই সমস্ত পরিবর্তন খুব শীঘ্রই কাউন্সিল কর্তৃক প্রকাশিত সিলেবাস বইয়ের তৃতীয় সংস্করণে প্রতিফলিত হবে।