রাষ্ট্রের উৎপত্তি ঘটে বহুকাল আগে প্রাচীন গ্রিসে। ‘রাষ্ট্র’ (State) বলতে গ্রিক দার্শনিকরা ‘Polis’ শব্দটি ব্যবহার করতেন। রোমান দার্শনিকরা রাষ্ট্রকে অভিহিত করেছিলেন ‘Civitas’ নামে। পরে টিউটনরা বৃহৎ রাষ্ট্রের কথা সর্বপ্রথম তুলে ধরেন। রাষ্ট্রকে তাঁরা ‘Status’ আখ্যা দেন। ষোড়শ শতাব্দীতে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক মেকিয়াভেলি তাঁর ‘The Prince’ গ্রন্থে ‘State’ শব্দটি প্রথম ব্যবহার করেন।
Class 11 Political Science Unit 2 MCQs Questions and Answers
একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় 2 MCQ প্রশ্ন ও উত্তর
রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য mcq
রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন
রাষ্ট্রের সবচেয়ে পূর্ণাঙ্গ সংজ্ঞা কে দিয়েছেন
রাষ্ট্রের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে
রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে
কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য কয়টি
একটি শক্তিশালী রাষ্ট্রের উদাহরণ দাও
রাষ্ট্রের হৃদপিন্ড কোনটি
1. গ্রিক দার্শনিকরা কোন শব্দ দ্বারা ‘রাষ্ট্র’কে বোঝাতেন?
উত্তর: গ্রিক দার্শনিকরা ‘পোলিস’ (Polis) শব্দটি দ্বারা ‘রাষ্ট্র’কে বোঝাতেন।
রোমানরা রাষ্ট্রকে কী বলে বোঝাতেন?
উত্তর। রোমানরা ‘রাষ্ট্র’কে সিভিটাস (Civitas) বলে বোঝাতেন।
৪. পোলিস বা মিভিটাস কী ধরনের রাষ্ট্র।
পোলিস বা সিভিটাস ছিল মূলত নগর-রাষ্ট্র।
রাষ্ট্রকে ‘স্ট্যাটাস’ বলে কারা অভিহিত করেছেন।
টিউটনরা রাষ্ট্রকে ‘স্ট্যাটাস’ বলে অভিহিত করেছেন।
The Prince’ গ্রন্থটি কার লেখা?
The Prince গ্রন্থটির রচয়িতা হলেন নিকোলো মেকিয়াভেলি।
যোড়শ শতাব্দীর কোন চিন্তাবিদ তাঁর গ্রন্থে ‘রাষ্ট্র’ শব্দটি প্রথম ব্যবহার করেন?
উত্তর ষোড়শ শতাব্দীর বিখ্যাত চিন্তাবিদ নিকোলো মেকিয়াভেলি তাঁর গ্রন্থে ‘রাষ্ট্র’ শব্দটি প্রথম ব্যবহার করেন।
ডেভিড ইসস্টন প্রদত্ত তথ্যানুযায়ী রাষ্ট্রের কতগুলি সংজ্ঞা আছে।
উত্তর ডেভিড ইস্টন প্রদত্ত তথ্যানুযায়ী রাষ্ট্রের ১৪৫টি সংজ্ঞা আছে।
রাষ্ট্রের আইনমূলক সংজ্ঞাদানকারী একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো।
উত্তর উড্রো উইলসন রাষ্ট্রের আইনমূলক সংজ্ঞা দিয়েছেন।
কার রচনাতে রাষ্ট্রকে পৃথিবীতে ঈশ্বরের পদচারণা বলে বর্ণনা করা হয়েছে?
উত্তর: হেগেল তাঁর রচনায় রাষ্ট্রকে পৃথিবীতে ঈশ্বরের পদচারণা বলে বর্ণনা করেছেন।
10. আচরণবাদীরা রাষ্ট্রকে ‘রাষ্ট্র’-এর বদলে কী বলতে চান?
উত্তর আচরণবাদীরা রাষ্ট্রকে ‘রাষ্ট্র’-এর বদলে ‘রাজনৈতিক ব্যবস্থা’ বলতে চান।
মার্কসবাদীরা রাষ্ট্রকে কী বলে অভিহিত করেছেন?
উত্তর মার্কসবাদীরা রাষ্ট্রকে ‘শ্রেণিশোষণের হাতিয়ার’ বলে অভিহিত করেছেন।
12. কোন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞাকে রাষ্ট্রের অধিকতর গ্রহণযোগ্য সংজ্ঞা বলে বিবেচনা করা হয়?
উত্তর অধ্যাপক গার্নারের সংজ্ঞাকে রাষ্ট্রের অধিকতর গ্রহণযোগ্য সংজ্ঞা বলে বিবেচনা করা হয়।
13. গার্নারের সংজ্ঞায় রাষ্ট্রের ক-টি বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায়?
উত্তর: গার্নারের সংজ্ঞায় রাষ্ট্রের চারটি প্রধান বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায়।
রাষ্ট্রের উপাদানগুলির কোনটিকে রাষ্ট্রের ‘মস্তিষ্ক’ বলা হয়?
উত্তর ‘সরকারকে’ রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়।
15. রাষ্ট্রের উপাদানগুলির কোনটিকে রাষ্ট্রের প্রাণ বলা হয়?
উত্তর সার্বভৌমিকতাকে রাষ্ট্রের প্রাণ বলা হয়।
কম জনসংখ্যাবিশিষ্ট রাষ্ট্রের একজন সমর্থকের নাম লেখো।
উত্তর কম জনসংখ্যাবিশিষ্ট রাষ্ট্রের একজন সমর্থক হলেন অ্যারিস্টটল।
46. বৃহদায়তন রাষ্ট্রের একজন সমর্থকের নাম লেখো।
উত্তর বৃহদায়তন রাষ্ট্রের একজন সমর্থক হলেন জার্মান দার্শনিক ট্রিটসকে।
47. ক্ষুদ্রায়তন রাষ্ট্রের একজন সমর্থকের নাম লেখো।
উত্তর ক্ষুদ্রায়তন রাষ্ট্রের একজন সমর্থক হলেন রুশো।
48. “প্রথম যিনি রাজা হন তিনি ছিলেন একজন সৌভাগ্যবান যোদ্ধা” কার উক্তি?
‘উত্তর উক্তিটি ফরাসি দার্শনিক ভলতেয়ারের।
53. ‘Polis’ কথার অর্থ কী?
উত্তর ‘Polis’ কথার অর্থ হল নগর।
54. Leviathan গ্রন্থটি কার লেখা?
উত্তর Leviathan গ্রন্থটি চুক্তিবাদী দার্শনিক টমাস হবসের লেখা।
55. ‘Leviathan’ কথার অর্থ কী?
উত্তর ‘Leviathan’-এর অর্থ হল প্রচণ্ড ক্ষমতাশালী স্বৈরাচারী রাজা।
56. রাষ্ট্রের এলাকা কি নির্দিষ্ট?
উত্তর হ্যাঁ, প্রতিটি রাষ্ট্রের একটি নির্দিষ্ট এলাকা থাকে।
57. পশ্চিমবঙ্গ কি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র?
উত্তর পশ্চিমবঙ্গ আদৌ রাষ্ট্র নয়, পশ্চিমবঙ্গ ভারতীয় যুক্তরাষ্ট্রের অন্যতম অঙ্গরাজ্য মাত্র।
58. রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য ক-টি?
উত্তর রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য চারটি জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমিকতা।
61. অ্যারিস্টটল কোন শতাব্দীর দার্শনিক?
উত্তর আঅ্যারিস্টটল খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর দার্শনিক।
62 মানুষ রাজনৈতিক প্রাণী’-বক্তব্যটি কার?
উত্তর উদ্ধৃত বক্তব্যটি অ্যারিস্টটলের।
63. সেন্ট অগাস্টিনের রাষ্ট্র-বিষয়ক গ্রন্থের নাম কী?
উত্তর সেন্ট অগাস্টিনের রাষ্ট্র-বিষয়ক গ্রন্থের নাম হল City of God!
64. “বল নয়, জনগণের সদিচ্ছাই হল রাষ্ট্রের ভিত্তি”-কে বলেছেন?
উত্তর “বল নয়, জনগণের সদিচ্ছাই হল রাষ্ট্রের ভিত্তি” বলেছেন টি. এইচ. গ্রিন।
67. ‘State’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর ‘State’ শব্দটি লাতিন শব্দ ‘Status’ (স্ট্যাটাস) থেকে এসেছে।
68. The Prince গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
উত্তর মেকিয়াভেলির The Prince গ্রন্থটি ১৫১৩ সালে প্রকাশিত হয়।
69, বিহার কি একটি জাতি-রাষ্ট্র?
উত্তর না, বিহার জাতি-রাষ্ট্র নয়। বিহার ভারতীয় যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য মাত্র।
ভুটান হল একটি রাষ্ট্র।
সার্বভৌমিকতা রাষ্ট্রের একটি অপরিহার্য (উপাদান / উপাদান নয়)।
উত্তর সার্বভৌমিকতা রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান।
রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন কে
রাষ্ট্রের আপেক্ষিক স্বতন্ত্র বলতে কি বোঝায়
রাষ্ট্রের উপাদান ভিত্তিক সংজ্ঞা কে দিয়েছেন
রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি
রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি
রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো
রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ কোনটি
রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয়
কাকে কেন্দ্র করে রাষ্ট্রের বিকাশ লাভ হয়
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান কি
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি
কোন সময় ইউরোপে জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল
প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে কোন সভ্যতায়
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কোনটি
রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব উক্তিটি কার
রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ ক্ষমতা কোনটি
রাষ্ট্রের চরম পরম ও সর্বোচ্চ ক্ষমতা কোনটি
রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব
নগর রাষ্ট্রের প্রচলন ছিল কোথায়
জাতি রাষ্ট্রের আদি রূপ কোনটি mcq
জাতি রাষ্ট্রের উদ্ভব হয়েছে কোন যুগে
জাতি রাষ্ট্রের উদ্ভব হয়েছে কখন থেকে
রাষ্ট্রের তৃতীয় অপরিহার্য উপাদান কোনটি
রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ কোনটি
জাতীয় রাষ্ট্রের ধারণা প্রথম কে ব্যক্ত করেন
জাতীয় রাষ্ট্রের ধারণার উদ্ভব হয়েছে কখন
জাতীয় নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের কোন ধরনের কাজ
নগর রাষ্ট্রের ধারণা পাওয়া যায় কোন সভ্যতায়
নগর রাষ্ট্রের প্রচলন ছিল কোথায়
নগর রাষ্ট্রের নাগরিক কারা
নিচের কোনটি রাষ্ট্রের উপাদান
রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ কোনটি
রাষ্ট্রের প্রাথমিক উপাদান কোনটি
রাষ্ট্রের বাহু কাকে বলা হয়
রাষ্ট্রের ভিত্তি হচ্ছে জনগণের সম্মতি বল নয়’ এ উক্তিটি কার
রাষ্ট্রের ভিত্তি হচ্ছে জনগণের সম্মতি উক্তিটি কার
রাষ্ট্রের মস্তিষ্ক কাকে বলা হয়
রাষ্ট্রের শাসন কাজ পরিচালিত হয় কার মাধ্যমে
রাষ্ট্রের চালিকা শক্তি কোনটি
শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি উক্তিটি কার
শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি কার উক্তি
রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি
রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে
রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি
সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র বক্তব্যটি কার
সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য কোনটি
রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয় কাকে
রাষ্ট্রের হৃদপিণ্ড বলা হয় কাকে
রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো
রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কে বলেছেন
কোন যুগে গির্জা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতো
ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়
রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন
রাষ্ট্রকে আত্মহীন যন্ত্র কে বলেছেন
রাষ্ট্রকে আত্মাহীন যন্ত্র বলে কে ব্যাখ্যা করেছেন
রাষ্ট্রের উপাদান ভিত্তিক সংজ্ঞা কে দিয়েছেন
রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে উক্তিটি কার
রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে কে বলেছিলেন
রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন কে
রাষ্ট্রকে জীবন্ত সত্তার সাথে তুলনা করেন কে
দুই রাষ্ট্র তত্ত্বের জনক কে
রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি
রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য উপাদান কোনটি
রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে উক্তিটি কার
জৈবতত্বের অন্যতম প্রবক্তা কে ছিলেন?
Ans: ব্লুন্টসলি
হেগেল রাষ্ট্রকে কী ধরনের ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছেন?
উত্তর: আত্মজ্ঞানসম্পন্ন ও আত্মোপলব্ধিকারী ব্যক্তি।
নগর রাষ্ট্রের ধারণা পাওয়া যায় কোন সভ্যতায়?
উত্তর: স্পার্টা।
নগর রাষ্ট্রের প্রচলন ছিল কোথায়?
উত্তর: এথেন্স।
রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ কোনটি?
উত্তর: বিবর্তনবাদ।
রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হল—
উত্তর: সার্বভৌমত্ব।
বলপ্রয়োগ মতবাদের প্রথম প্রবক্তা কে ছিলেন?
উত্তর: হেরাক্লিটাস।
‘রাষ্ট্র একটি স্বয়ংসম্পূর্ণ ও সর্বোচ্চ মানবিক সংস্থা যার লক্ষ্য সর্বোচ্চ মঙ্গল’— কে বলেছেন?
উত্তর: অ্যারিস্টটল।
সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে ছিলেন?
উত্তর: লক।
রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর: সার্বভৌমত্ব।
বলপ্রয়োগ মতবাদের মুখ্য প্রবক্তা কে ছিলেন?
উত্তর: ওপেনহাইমার।
‘আধুনিক সামাজিক সৌধের শীর্ষবিন্দু হল রাষ্ট্র’—এ কথা বলেছেন?
উত্তর: বোদাঁ।
বিরুদ্ধাচরণ অধিকারের প্রবক্তা কে ছিলেন?
উত্তর: লক।
‘আদিম মনুষ্য সম্প্রদায় নিজেদের মধ্যে চুক্তি করে তাদের সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি বা ব্যক্তিসংসদের হাতে অর্পণ করেছিল’— কে বলেছেন?
উত্তর: হবস।
চুক্তির দ্বারা জনগণ তাদের সমস্ত ক্ষমতা রাজার হাতে অর্পণ করেছিল’
উত্তর: হবস।
রাষ্ট্রের অবলুপ্তির তত্ত্বে বিশ্বাসী কে ছিলেন?
মার্কস।
লোকায়ত বা জনগণের সার্বভৌমিকতার ধারণার জনক হলেন (লক/রুশো/হবস)।
উত্তর] লোকায়ত বা জনগণের সার্বভৌমিকতার ধারণার জনক হলেন বুশো।
2 বিবর্তনমূলক তত্ত্বের সূচনা করেছিলেন (অ্যারিস্টটল/প্লেটো)।
উত্তর বিবর্তনমূলক তত্ত্বের সূচনা করেছিলেন অ্যারিস্টট্ল
সম্মিলিত জাতিপুঞ্জ কি রাষ্ট্র?
“রাষ্ট্র শ্রেণিশোষণের একটি যন্ত্রমাত্র” বলেছেন (রুশো / মার্কস / হেগেল)।
উত্তর “রাষ্ট্র শ্রেণিশোষণের একটি যন্ত্রমাত্র” বলেছেন মার্কস।
রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন (কান্ট/অ্যারিস্টট্ল)।
উত্তর রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন কান্ট।
সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা উক্তিটি কার
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদের প্রবক্তা কে
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ কয়টি
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ কয়টি
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদের প্রবক্তা কে
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐতিহাসিক মতবাদের সমর্থক কে