প্রাচীন গ্রিস ও রোমের নগর-রাষ্ট্রগুলিতে যাঁরা রাষ্ট্র পরিচালনার কাজকর্মে সক্রিয় অংশগ্রহণ করতেন, তাঁদেরই একসময় নাগরিক আখ্যা দেওয়া হত। সে-যুগে শুধুমাত্র অভিজাত পুরুষরা নাগরিক অভিধায় ভূষিত হতেন। ক্রীতদাস, মহিলা ও শ্রমিকরা রাষ্ট্র পরিচালনার কাজে অংশ নিতে না পারায় নাগরিক হতে পারতেন না। যুগের পরিবর্তনের ফলে নাগরিকত্ব-সম্পর্কিত আধুনিক ধারণার বিকাশ ঘটেছে। বর্তমানে কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও রাষ্ট্রের উদ্দেশ্য আনুগত্য প্রদর্শনকারী সমস্ত ব্যক্তিকে নাগরিকরূপে অভিহিত করা হয়।
পূর্বে নাগরিকতা অর্জন ও বর্জনের কোন প্রচলন ছিল না। বর্তমানে কতকগুলি নিয়মানুসারে নাগরিকতা অজন ও বর্জন হয়ে থাকে। নাগরিকতা অর্জনের উপায়: (:) জন্মসূত্র, (২) অনুমোদন। নাগরিকতা বর্জনের পদ্ধতিঃ (১) অন্য রাষ্ট্রের নাগরিকত্ব, (২) বিবাহ, (৩) রাষ্ট্রীয় শাস্তির মাধ্যমে নাগরিকত্ব লোপ পায়। গণতন্ত্রকে সার্থক করতে সুনাগরিকের প্রয়োজন। সুনাগরিকতার পথে অনেক বাধা আছে; যথা— (১) নির্লিপিতা (২) ব্যক্তিগত স্বার্থপরতা, (৩) দলীয় মনোভাব, (৪) অজ্ঞতা।
Unit 3: Meaning and Definition of Citizenship (নাগরিকত্বের অর্থ এবং সংজ্ঞা) — Methods of Acquisition of Citizenship (নাগরিকত্ব অর্জনের পদ্ধতি) — Reasons of Loss of Citizenship (নাগরিকত্ব বর্জনের কারণ) — Citizenship in the Constitution of India (ভারতের সংবিধানে নাগরিকত্ব)
1. ‘নাগরিক’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
(A) পৌর
(B) নগর ✓
(C) দুর্গ
(D) শহর
2. ‘নাগরিক’ শব্দের সাধারণ অর্থ কী?
(A) নগরবাসী ✓
(B) রাজ্যবাসী
(C) পৌরবাসী
(D) দুর্গবাসী
3. রাষ্ট্রবিজ্ঞানে ‘নাগরিক’ শব্দের অর্থ কী?
(A) জাতিপুঞ্জের সদস্য
(B) দেশের সদস্য
(C) রাষ্ট্র সংস্থার সদস্য ✓
(D) রাজ্যের সদস্য
4. ‘নাগরিক’ শব্দটি প্রথম কোথায় ব্যবহৃত হয়েছে?
(A) হরপ্পা নগর-রাষ্ট্রে
(B) এথেন্সের নগর-রাষ্ট্রে
(C) মৌর্যদের নগর-রাষ্ট্রে
(D) গ্রিকদের নগর-রাষ্ট্রে ✓
5. ‘নাগরিকত্ব হল জনগণের কল্যাণের জন্য নিজ সুচিন্তিত বিচারবুদ্ধির প্রয়োগ’ — কে বলেছেন?
(A) অধ্যাপক ল্যাস্কি ✓
(B) অধ্যাপক হল্যান্ড
(C) অধ্যাপক গিলক্রিস্ট
(D) অধ্যাপক শাস্ত্রী
6. নাগরিকত্ব লাভের বা অর্জনের উপায় কয়টি?
(A) দুটি ✓
(B) তিনটি
(C) চারটি
(D) পাঁচটি
7. জন্মসূত্রে নাগরিকত্ব লাভের পদ্ধতি কয়টি?
(A) দুটি ✓
(B) তিনটি
(C) চারটি
(D) পাঁচটি
8. জন্মসূত্র অনুসারে নাগরিকত্ব অর্জনের পদ্ধতি হল—
(A) জন্মনীতি
(B) জন্মস্থান নীতি
(C) উপরের সবগুলি
(D) শুধুমাত্র A ও B ✓
(9) রাষ্ট্রের অধিবাসীকে কয় ভাগে ভাগ করা যায়?
(A) দুটি
(B) তিনটি ✓
(C) চারটি
(D) পাঁচটি
10. রাষ্ট্রের জনসমষ্টিকে কোন কোন ভাগে ভাগ করা যায়?
(A) নাগরিক
(B) সম্পূর্ণ ও অসম্পূর্ণ নাগরিক
(C) বিদেশি নাগরিক
(D) উপরের সবগুলি ✓
11. ভারতের নাগরিকত্বের নিয়মকানুন-সংক্রান্ত যাবতীয় ক্ষমতা কাকে দেওয়া হয়েছে?
(A) ভারতীয় সংসদ (সংবিধানের ১১ নং ধারা অনুযায়ী) ✓
(B) ভারতীয় রাষ্ট্রপতি (সংবিধানের ১১ নং ধারা অনুযায়ী)
(C) ভারতীয় সুপ্রিম কোর্ট (সংবিধানের ১১ নং ধারা অনুযায়ী)
(D) উপরের সবগুলি
12. নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে ‘রক্তের সম্পর্ক নীতি’ অনুসৃত হয়েছে—
(A) সুইজারল্যান্ড
(B) সুইডেন
(C) ইজরাইল
(D) উপরের সবগুলি ✓
13. নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে ‘জন্মস্থান-সম্পর্কিত নীতি’ অনুসৃত হয়েছে—
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) কানাডা
(C) আর্জেন্টিনা
(D) উপরের সবগুলি ✓
14. ‘নাগরিক’ কথাটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
(A) ইংরেজি
(B) গ্রীক
(C) ল্যাটিন (সিভিটাস) ✓
(D) জার্মান
15. ভারতের নাগরিকত্ব আইন কবে পাশ হয়?
(A) 1952
(B) 1953
(C) 1954
(D) 1955 ✓
16. ভারতীয় সংবিধানের কত নং ধারায় ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে?
(A) 5-11 নং ধারায় ✓
(B) 5-10 নং ধারায়
(C) 6-11 নং ধারায়
(D) 5-13 নং ধারায়
17. জন্মসূত্রে নাগরিকত্ব দেয় কোন কোন দেশ
নাগরিকতা অর্জনের পদ্ধতি কয়টি
নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কোনটি সর্বজনীন পদ্ধতি
অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের শর্ত কয়টি
অনুমোদন সূত্রে নাগরিকতার শর্ত নয় কোনটি
অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের কারণ কোনটি হতে পারে
অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের শর্ত কয়টি
নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে ‘রক্তের সম্পর্ক নীতি’ অনুসৃত হয়েছে এমন দুটি দেশের নাম লেখো।
উত্তর সংবিধানের ১১ নং ধারা অনুযায়ী নাগরিকত্বের নিয়মকানুন-সংক্রান্ত যাবতীয় ক্ষমতা ভারতীয় সংসদকে দেওয়া হয়েছে।
দ্বি-নাগরিকত্ব কোন দেশে স্বীকৃত রয়েছে?
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(7) পিতা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হয় আর তার সন্তান যদি ভারতে জন্মগ্রহণ করে তা হলে উক্ত সন্তান ——— নাগরিকত্ব পাবে।
(C) মার্কিন যুক্তরাষ্ট্রের
(8) কোন উড়োজাহাজ বা জাহাজের মালিক যদি ইংল্যান্ডের হয় এবং সেই উড়ো জাহাজ বা জাহাজে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের একটি সন্তান জন্মায় তবে সে ——— নাগরিকত্ব পাবে।
(D) ইংল্যান্ডের
লর্ড ব্রাইস সুনাগরিকতার কয়টি গুণের কথা বলেছে?
৩
বার্নস সুনাগরিকতার কয়টি গুণের কথা বলেছে?
২
সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতাগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
৪
নাগরিকদিগের মধ্যে যাহারা কতকগুলি গুণের অধিকারী রাষ্ট্রবিজ্ঞানে তাহাদিগকে ‘সুনাগরিক’ বলিয়া অভিহিত করা হয়।
শাস্ত্রীর মতে প্রত্যেক নাগরিককে ন্যায়-অন্যায় ও সত্যাসত্য উপলব্ধি করিবার মতো যোগ্য বিচারবুদ্ধিসম্পন্ন হইতে হইবে।
নাগরিকতার বর্জন বলতে কী বোঝায়?
নাগরিকতার পরিবর্তন
কোন ব্যক্তি একই সময়ে দুইটি রাষ্ট্রের নাগরিক হইতে পারে না। সে যদি অপর কোন রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ কয়ে, তবে তাহাকে স্বরাষ্ট্রের নাগরিকত, পরিবর্তন করিতে হইবে।
সাধারণতঃ নাগরিকতার বর্জ’ন বলিতে বুঝায় নাগরিকতার পরিবর্তন। (১) কোন ব্যক্তি একই সময়ে দুইটি রাষ্ট্রের নাগরিক হইতে পারে না। সে যদি অপর কোন রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ কয়ে, তবে তাহাকে স্বরাষ্ট্রের নাগরিকত, পরিবর্তন করিতে হইবে। (২) বিদেশীর সাহত বিবাহিত স্ত্রীলোক তাহার স্বরাষ্ট্রের নাগরিকত হইতে বঞ্চিত হয়। (৩) আবার অনেক সময অপর রাষ্ট্রের নাগরিকতা অর্জন না করিলেও নাগরিকতা হইতে বঞ্চিত হয়; যেমন সৈন্যদল হইতে পলায়ন, বিদেশী রাষ্ট্রপ্রদত্ত উপাধিগ্রহণ, স্বরাষ্ট্র হইতে দীর্ঘকাল অনুপস্থিত থাকা প্রভৃতি কারণেও নাগরিকতার বিলোপ হইতে পারে
স্থায়ী বাসিন্দার শর্ত’ (Lex domicili); অর্থাৎ, নির্দিষ্ট সময় বসবাস’ করিতে হইবে; (২) চিরকাল বসবাস করিবার অঙ্গীকার ও কার্যের মাধ্যমে ইচ্ছা প্রমাণ করিতে হইবে; (৩) ভারত ও ইংল্যান্ডের ক্ষেত্রে আবেদনকারীকে সচ্চরিত্র হইতে হইবে; (৪) ইংল্যান্ডের ক্ষেত্রে ইংরেজী ভাষা, ভারতের ক্ষেত্রে সংবিধানে ঊাল্লখিত ১৪টি ভাষার মধ্যে যে-কোন একটিতে যথেষ্ট জ্ঞান থাকা চাই। অনুমোদনের ধারা নাগরিকতা অর্জন পূর্ণ’ (perfect) বা অসম্পূর্ণ (imperfect) হইতে পারে। পূর্ণ নাগরিক কতকগুলি রাষ্ট্রনৈতিক অধিকার ভোগ করে। আর অসম্পূর্ণ নাগরিক তাহা করে না। এতদ্ব্যতীত সমষ্টিগত অনুমোদন (group naturalisation) অর্থাৎ ভারত, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তভ’ক্ত কোন দেশের অধিবাসীদের একযোগে নাগরিকতা প্রদান করার নীতিও উল্লিখিত দেশগুলিতে প্রচলিত আছে। প্রসঙ্গতঃ উল্লেখ করা প্রয়োজন যে, সকল অনুমোদিত নাগরিক রাষ্ট্রনৈতিক অধিকার অনেক দেশে ভোগ করিতে পারে না। যেমন, মার্কি’ন যুক্তরাষ্ট্রের এই জাতীয় অনুমোদিত নাগরিক রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি পদে আসীন হইতে পারে না
নাগরিকত্ব লাভের উপায় কয়টি ২
নাগরিকত্বের উদারনীতি তত্ত্বের প্রধান প্রবক্তা কে
একজন মানুষ কয়টি দেশের নাগরিক হতে পারে
নাগরিকত্বের ধারণাটি কবে উদ্ভব হয়
জন্মসূত্রে নাগরিকত্ব লাভের পদ্ধতি কয়টি
নাগরিক হওয়ার শর্ত কয়টি
নাগরিক কয় প্রকার
নাগরিক কথাটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে
এরিস্টটল কোন দেশের নাগরিক
প্রায় কত বছর পূর্বে প্রাচীন গ্রিসে নাগরিক ধারণার উদ্ভব হয়
নাগরিক কর্তব্যকে কয় ভাগে ভাগ করা যায়
রুশো কোন দেশের নাগরিক
ভারতের নাগরিকত্ব আইন কবে পাশ হয়?
১৮ বছর না হলে ভারতে কোনো স্ত্রী পূরুষ নাগরিক হতে পারে না।
সাধারণ অর্থে নাগরিক বলতে নগরবাসী বা শহরের বাসিন্দা বোঝায়।
ভারতীয় সংবিধানের কত নং ধারায় ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? (৫-১১ অনুচ্ছেদ)
নাগরিকত্ব সম্বন্ধে সম্পূর্ণ ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হইয়াছে