1. The biological amplification of DDT in the various trophic levels is known as: বিভিন্ন ট্রফিক স্তরে DDT-র জৈবিক পরিবর্ধন হিসাবে পরিচিত:
(A) Greenhouse effect (গ্রীনহাউস প্রভাব)
(B) Biomagnification (বায়োম্যাগনিফিকেশন) ✓
(C) Eutrofication (ইউট্রোফিকেশন)
(D) Pollution (দূষণ)
2. Jet airplanes release pollutants into the air called: জেট বিমান বায়ুতে দূষিত পদার্থ ছেড়ে দেয় যাকে বলা হয়:
(A) Smog (ধোঁয়াশা)
(B) Photo-chemical oxidants (ফটো-রাসায়নিক জারক) ✓
(C) Aerosols containing chlorofluorocarbon (ক্লোরোফ্লুরোকার্বনসহ অ্যারোসল)
(D) Algae and bacteria (অ্যালগি এবং ব্যাকটেরিয়া)
3. Fertilizers, pesticides and insecticides may cause: সার, কীটনাশক এবং পতঙ্গনাশক এর কারণে হতে পারে:
(A) Air pollution (বায়ু দূষণ)
(B) Water pollution (জল দূষণ)
(C) Both (A) and (B) (উভয় (A) এবং (B)) ✓
(D) None of the above (উপরের কোনটি নয়)
4. Pollutants directly emanating from human activities are: মানুষের কার্যকলাপ থেকে সরাসরি নির্গত দূষণকারী হল:
(A) Quantitative pollutants (পরিমাণগত দূষণকারী)
(B) Qualitative pollutants (গুণগত দূষণকারী) ✓
(C) All of the above (উপরের সবগুলো)
(D) None of the above (উপরের কোনটি নয়)
5. Most of the atmospheric pollutants do not rise above: বায়ুমণ্ডলীয় দূষণকারীর অধিকাংশই উপরে ওঠে না:
(A) 600 m (৬০০ মি)
(B) 4000 m (৪০০০ মি) ✓
(C) 6000 m (৬০০০ মি)
(D) 8000 m (৮০০০ মি)
6. A colourless, non-irritant, highly toxic gas that impairs respiration is: একটি বর্ণহীন, অবিরক্তিকর, অত্যন্ত বিষাক্ত গ্যাস যা শ্বাস-প্রশ্বাসকে ব্যাহত করে:
(A) SO₂
(B) NO₂
(C) CO₂
(D) CO ✓
7. In pollution, the term synergism is used for দূষণে, সিনার্জিজম শব্দটি ব্যবহৃত হয়:
(A) Biomagnification of non-degradable pollutants (অবক্ষয়যোগ্য দূষণকারীর জৈব-বিবর্ধন)
(B) More toxic effect when two pollutants are present together compared to the cumulative toxic effects of individual exposure (দুটি দূষণকারী একসঙ্গে উপস্থিত থাকলে পৃথক পৃথক ক্ষতির যোগফলের চেয়ে বেশি ক্ষতিকারক প্রভাব) ✓
(C) Decreasing effect of a degradable pollutant (হ্রাসযোগ্য দূষণকারীর প্রভাব হ্রাস করা)
(D) Formation of more potent secondary pollutants from primary pollutants (মুখ্য দূষণকারী থেকে আরও শক্তিশালী গৌণ দূষণকারীর গঠন)
8. How many biodiversity hotspots exist in the world? পৃথিবীতে কটি জীববৈচিত্র্যের হটস্পট বিদ্যমান?
(A) 20 (২০)
(B) 50 (৫০)
(C) 45 (৪৫)
(D) 36 (৩৬) ✓
9. World Environment Day is celebrated in commemoration of: বিশ্ব পরিবেশ দিবস যার স্মরণে উদ্যাপিত হয় তা হল:
(A) Montreal Protocol (মন্ট্রিল প্রোটোকল)
(B) Vienna Convention (ভিয়েনা কনভেনশন)
(C) First United Nations Conference on the Human Environment (মানব পরিবেশ বিষয়ক প্রথম জাতিসংঘ সম্মেলন) ✓
(D) Helsinki Declaration (হেলসিঙ্কি ঘোষণা)
10. In which year was the Montreal Protocol signed? মন্ট্রিল প্রটোকল কত সালে স্বাক্ষরিত হয়?
(A) 1978 (১৯৭৮)
(B) 1987 (১৯৮৭) ✓
(C) 1991 (১৯৯১)
(D) 1993 (১৯৯৩)
11. Noise was recognised as an air pollutant through the amendment of: যে সংশোধনীর মাধ্যমে শব্দ, বায়ু দূষণকারী হিসাবে স্বীকৃত হয়:
(A) Environment (Protection) Act, 1986 [পরিবেশ (সুরক্ষা) আইন, ১৯৮৬]
(B) Air (Prevention and Control of Pollution) Act, 1981 [বায়ু (দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন, ১৯৮১]
(C) Noise Pollution (Regulation and Control) Rules, 2000 [শব্দদূষণ (প্রবিধান ও নিয়ন্ত্রণ) নিয়মাবলি, ২০০০]
(D) All of the above [উপরের সবগুলো] ✓
12. The carbon dioxide fertilisation effect is: কার্বন ডাই অক্সাইড ফার্টিলাইজেশন-এর প্রভাবে:
(A) Warming effect of CO₂ (CO₂ এর উষ্ণায়ন প্রভাব)
(B) Enhancement of the photosynthetic rate due to elevated CO₂ levels (উচ্চতর CO₂ মাত্রার কারণে সালোকসংশ্লেষণের হার বৃদ্ধি) ✓
(C) Both summer and winter rainfall in higher latitudes (উচ্চ অক্ষাংশের গ্রীষ্ম ও শীতকালীন বৃষ্টিপাত)
(D) Poleward shifting of the temperate zone (নাতিশীতোষ্ণ অঞ্চলের পোলওয়ার্ড স্থানান্তর)
13. যখন একটি আশঙ্কাজনক উদ্ভিদকে বিলুপ্তির হাত থেকে বাঁচানোর জন্য জরুরি ব্যবস্থার প্রয়োজন হয়, তখন কাঙ্খিত পদ্ধতি হল:
When a threatened plant requires urgent measures to save it from extinction, the preferred approach is:
(A) ইন-সিটু সংরক্ষণ (In-situ conservation)
(B) এক্স-সিটু সংরক্ষণ (Ex-situ conservation)
(C) ক্রায়ো সংরক্ষণ (Cryopreservation)
(D) জৈব সংরক্ষণ (Biopreservation)
14. ‘এজেন্ডা 21’ বলতে কী বোঝায়?
What is meant by ‘Agenda 21’?
(A) এজেন্ডা ২১ হল একটি স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রার কর্ম-পরিকল্পনা যা বাধ্যতামূলক নয় এবং স্বেচ্ছায় বাস্তবায়িত হয় (Agenda 21 is a Sustainable Development Goal Action Plan that is non-binding and implemented voluntarily)
(B) এটি একটি জলবায়ু পরিবর্তন চুক্তি যা বিশ্বের ২০টি দরিদ্র দেশকে জড়িত করে (It is a climate change pact involving 20 developing countries worldwide)
(C) এটি একটি বিশ্বব্যাপী মুক্ত বাণিজ্য চুক্তি যাতে সাতটি উন্নত দেশ জড়িত (It is a worldwide free trade pact involving seven developed countries)
(D) উপরের কোনটিই নয় (None of the above)
15. স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) 2030 এজেন্ডা অনুসারে সমস্ত সরকারকে অবশ্যই নিম্নলিখিত তালিকাভুক্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে পদক্ষেপের প্রচার করতে হবে।
The 2030 Agenda for Sustainable Development Goals (SDGs) acknowledges that all governments must promote action in the important areas listed below.
(A) মানুষ, গ্রহ, সমৃদ্ধি, শান্তি এবং সহযোগিতা (People, planet, prosperity, peace, and collaboration)
(B) মানুষ, বিশ্ব, সম্পদ, উদ্ভিদকূল এবং পরিকল্পনা (People, the world, wealth, flora, and planning)
(C) মানুষ, গ্রহ, সম্পদ, গাছপালা এবং সহযোগিতা (People, planet, wealth, plants, and collaboration)
(D) মানুষ, পরিবেশ, সমৃদ্ধি, শান্তি এবং দূরদর্শিতা (People, the environment, prosperity, peace, and foresight)
16. Why is it difficult to recycle plastics?
কেন প্লাস্টিক পুনর্ব্যবহার করা কঠিন?
(A) It is very hard (এটা খুব কঠিন)
(B) It comes in different sizes (এটি বিভিন্ন আকারে আসে)
(C) It is adhesive (এটি আঠালো)
(D) It contains different types of polymer resins with different melting temperatures (এতে ভিন্ন ভিন্ন গলনাঙ্কের বিভিন্ন ধরনের পলিমার রেজিন রয়েছে)
17. Select the eco-friendly activity among the following:
নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশ-বান্ধব কার্যকলাপ নির্বাচন করো:
(A) পরিবহনের জন্য গাড়ি ব্যবহার করা (Using a car for transportation)
(B) কেনাকাটার জন্য পলিব্যাগ ব্যবহার করা (Using polybags for shopping)
(C) কাপড় রঙ করার জন্য রং ব্যবহার করা (Using dyes for coloring clothes)
(D) Using windmills to generate power for irrigation (সেচের প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের জন্য উইন্ডমিল ব্যবহার করা)
18. It is important to make small check dams across the flooded gullies because they:
প্লাবিত গলি জুড়ে ছোট চেক ড্যাম তৈরি করা গুরুত্বপূর্ণ কারণ তারা:
(i) কেবলমাত্র সেচের জন্য জল ধরে রাখে (Hold water only for irrigation)
(ii) জল ধরে রাখে এবং মাটির ক্ষয় রোধ করে (Hold water and prevent soil erosion)
(iii) ভূগর্ভস্থ জল রিচার্জ করে (Recharge ground water)
(iv) জল ধরে রাখে কেবলমাত্র পান করার জন্য (Hold water for drinking only)
Choose the right option:
সঠিক উত্তরটি বেছে নাও:
(A) (i) and (iv)
(B) (ii) and (iii)
(C) (iii) and (iv)
(D) (ii) and (iv)