মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার স্পিকার (Speaker) নতুন প্রতিনিধি সভার কার্যারম্ভের প্রথমে সদস্যগণ কর্তৃক নির্বাচিত হন। সদস্যদের মধ্য থেকে স্পিকারের নির্বাচন রীতিনীতির ভিত্তিতে গড়ে উঠেছে। সংবিধানের কোন ধারায় সদস্যদের মধ্য থেকে স্পীকার নির্বাচনের কথা উল্লেখ করা হয়নি। সাধারণতঃ সংখ্যাগরিষ্ঠ দলের কোন বয়স্ক অভিজ্ঞ ব্যক্তি স্পীকার পদে নির্বাচিত হয়ে থাকেন। ব্রিটেনের কমন্সসভার সভাপতি যেমন সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়ে থাকেন, মার্কিন প্রতিনিধি সভার ক্ষেত্রে তা সম্ভব হয় না। মার্কিন স্পিকার প্রতিনিধি সভার ন্যায় দু-বছরের জন্য নির্বাচিত হন। স্পিকার মার্কিন প্রতিনিধি সভার কাজ পরিচালনা করেন।
আমেরিকার প্রতিনিধি সভার স্পিকারের নির্বাচন এবং ভূমিকা কমন্সসভার স্পীকার থেকে সম্পূর্ণ পৃথক। মার্কিন প্রতিনিধি সভার স্পীকার দল-নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেন না। সংখ্যাগরিষ্ঠ দল তাঁকে নির্বাচন করে এবং তিনি সকল সময়েই সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে কাজ করে থাকেন (“He is also the leader of the majority party and as such occupies a very prominent place in the councils of that party as they relate to the conduct the House of Representatives.”—Zink, Penniman & Hathorn)।
মার্কিন শাসন ব্যবস্থায় ক্ষমতা-স্বতন্ত্রীকরণ নীতি গৃহীত হবার ফলে শাসন বিভাগীয় কর্তৃপক্ষের আইনসভায় উপস্থিত হবার ও নেতৃত্ব করবার সুযোগ নেই। সংখ্যাগরিষ্ঠ দলের পক্ষে আইনসভার নেতৃত্বের দায়িত্ব অর্পিত হয়েছে স্পীকারের ওপর। সেইজন্য স্পীকারের দল-নিরপেক্ষ কোন ভূমিকা নেই; তিনি দলীয় সম্পর্ক ত্যাগ করেন না। সভায় রাষ্ট্রপতির দলের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও স্পীকার সেই দলীয় নীতিকে কার্যকর করবার সহায়তা করেন। এই অবস্থায় তিনি বিশেষ ক্ষমতা ভোগ করে থাকেন। স্পীকার অন্যান্য সদস্যদের ন্যায় বক্তৃতা করতে পারেন এবং আইনত তিনি ভোটদানের অধিকারী। কিন্তু কার্যক্ষেত্রে উভয় পক্ষে সমান ভোট হলে বা গোপন ব্যালট প্রথা অবলম্বিত হলে তিনি ভোট দিয়ে থাকেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন স্পীকার, তিনি সভার নিয়মাবলী কার্যে পরিণত করেন। সভার শৃঙ্খলা রক্ষা, বিভিন্ন কমিটি নিয়োগ করার দায়িত্ব স্পিকারের। প্রতিনিধি সভার নিয়মকানুন ব্যাখ্যার অধিকার তাঁর আছে। সাধারণতঃ স্পীকারের ব্যাখ্যাই গৃহীত হয়। সভার কাজ পরিচালনার সুবিধার জন্য তিনি বিভিন্ন বক্তাকে বক্তৃতা দিতে আহ্বান করেন। স্পীকারের আহ্বান ছাড়া কোন সদস্য বক্তৃতা দিতে পারেন না। এই ক্ষমতার মাধ্যমে স্পীকার নিজ দলের সদস্যদের বিতর্কে ও আলোচনার সুবিধা দিয়ে দলীয় নীতি কার্যকর করতে পারেন।
সম্প্রতি স্পিকারের দলগত ভূমিকার পরিবর্তন হয়েছে এবং কমন্সসভার স্পীকারের ন্যায় প্রতিনিধি সভার স্পীকারের দল-নিরপেক্ষ হবার প্রবণতা দেখা দিয়েছে। বর্তমানে অপেক্ষাকৃত কম ক্ষমতা ভোগ করলেও মার্কিন শাসন ব্যবস্থায় স্পিকারের মর্যাদা কম গুরুত্বপূর্ণ নয়। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার হলেন কেভিন ম্যাকার্থি।