1918 সালের চাউল দাঙ্গা কী ছিল?
Share
Sign up to our social questions and answers engine to ask questions, answer people's questions, and connect with others.
Log in to our social Questions & Answers engine to ask questions, answer people's questions, and connect with others.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
1918 সালের চাউল দাঙ্গা (Rice Riot) জাপানের ইতিহাসে উল্লেখ্যযোগ্য ঘটনা। এই সময় জাপানে চালের দাম দ্রুতহারে বৃদ্ধি পেতে থাকে। এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জুলাই মাসে টয়োসা অঞ্চলের উত্তৎসু বন্দরে একদল নারী শ্রমিক জাহাজে চাল তুলতে অস্বীকার করেন। পুলিশ বাহিনী তাদের ওপর অত্যাচার চালায়। এই সংবাদ জাপানের সর্বত্র ছড়িয়ে পড়ে এবং শ্রমজীবী মানুষ উত্তেজিত হয়ে ওঠেন।
১০ই আগস্ট রাত্রে কিয়োটোতে ব্যাপক দাঙ্গা আরম্ভ হয়। ১১ই আগস্ট নাগোয়াতে এবং ১২ই আগস্ট ওসাকা এবং কোবে অঞ্চলে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই দাঙ্গার চরিত্র ছিল মূলত সরকারবিরোধী এবং দাঙ্গায় অংশগ্রহণকারীদের প্রধান দাবি ছিল চালের মূল্য হ্রাস করতে হবে। বিভিন্ন শহরের দাঙ্গাকারী জনতা চালের দোকান আক্রমণের মধ্য দিয়ে লড়াই আরম্ভ করেছিলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একদিকে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ এবং অন্যদিকে শ্রমিক ধর্মঘট সরকারকে বিপর্যস্ত করে তোলে। ১৯১৮ খ্রিস্টাব্দের ১৭ই সেপ্টেম্বর কাউন্ট তেরাউচি সরকারের পতন ঘটে। নতুন সরকার রাষ্ট্রীয় নিপীড়নের সাহায্যে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণে আনেন। প্রায় ৮০০০ মানুষকে জেলে পাঠানো হয়। সৈন্যবাহিনীর অত্যাচারে অসংখ্য মানুষ মারা যান। সরকারি দমননীতির ফলে চাউল দাঙ্গার পরিসমাপ্তি ঘটে।